ঠাকুরগাঁও: জেলায় গত দুইদিন ধরে ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা অনেক বেশী বেড়েছে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে।
জেলার আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস।
অনেকে খড়কুটো জালিয়ে শীত নিবারণ করছে। চরমে উঠেছে জনদূর্ভোগ। ঠান্ডা হাওয়ায় গোবাদি পশুরও অবস্থা নাকাল। যে যা পারছে তাই দিয়ে ঢেকে রাখছে প্রাণীদের। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি, তবে দুপুরের পরে সূর্য উঠলেও নেই কোন উত্তাপ।