ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোট পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। আবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এখন পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষক মোতায়েন আবেদনের সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।
পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা জানিয়ে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে।
এবার ৮১টি সংস্থা ইসির কাছে নিবন্ধিত রয়েছে।