ঢাকা: কূটনীতি বিষয়ক রিপোর্টিংয়ে সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন সারাবাংলা ডটনেটের কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার (পিকে)। ‘বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে’ শীর্ষক প্রতিবেদনের জন্য অনলাইন ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার অর্জন করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)- ‘ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা’ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কার তুলে দেন।

সেরা রিপোর্টারের পুরস্কার নিচ্ছেন সারাবাংলা ডটনেটের অপূর্ব কুমার। ছবি: সারাবাংলা
এছাড়া কূটনীতি বিষয়ক প্রতিবেদকদের মধ্যে টেলিভিশন রির্পোটিং ও প্রিন্ট মিডিয়ায় পুরস্কার পেয়েছেন আরও দুইজন জ্যেষ্ঠ কূটনীতিক প্রতিবেদক।
ডিক্যাব সংগঠনের ৩ সদস্যকে পেশাদারীত্বের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং বৈদেশিক বিষয়ক প্রতিবেদনে অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন ও টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিবেদক মাহফুজুর রহমান মিশু ও অনলাইন ক্যাটাগরিতে সারাবাংলা ডটনেটের কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার (পিকে)-কে সেরা রিপোর্টারের পুরস্কার দেওয়া হয়।
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর পাশাপাশি লেখক সম্মাননাও তুলে দেওয়া হয়েছে সাংবাদিকদের।
২০২৪ সালে প্রথমবারের মতো ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে সংগঠনটি। এবারও এটির দ্বিতীয় আয়োজন। এবারে ৩ ক্যাটাগরিতে সব প্রতিযোগীকেই ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ আলম সিয়াম বলেন, বর্তমানে ভূ-রাজনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সাংবাদিকদের পররাষ্ট্রনীতির চর্চায় গঠনমূলক অবদান রেখে চলছেন। আগামীতেও কূটনীতিক বিটের সাংবাদিকগণ নিজ নিজ ক্ষেত্রে আরও বেশি গঠনমূলক ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ডিক্যাবের এ উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এই ধরনের স্বীকৃতি ভবিষ্যতে কূটনৈতিক প্রতিবেদকদের অনুপ্রাণিত করবে।
পুরস্কারের জুরি ছিলেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের কূটনীতিক সাংবাদিকতা সমসাময়িক বিষয়ক সাংবাদিকতার চেয়ে ভিন্ন। এখানে নিদির্ষ্ট একটি ন্যারেটিভকে আকড়ে ধরে সাংবাদিকতা হচ্ছে না। এটিই বাংলাদেশের কূটনীতিক সাংবাদিকতার অনন্য বৈশিষ্ট্য। বাংলাদেশের কূটনীতিক বিটের সাংবাদিকরা বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী। পাশ্ববর্তী দেশের কূটনীতিক সাংবাদিকরা এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছেন। বাংলাদেশের কূটনীতিক সাংবাদিকরা অনেক বেশি প্রফেশনাল বলেও মন্তব্য করেন তিনি।
ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন সভায় বক্তব্য দেন।