রংপুর: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
এটিকে দলটির নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ‘প্রথম আত্মপ্রকাশ’ হিসেবে উল্লেখ করেন মোস্তাফিজার রহমান। তবে তিনি শর্তারোপ করে বলেন, শুধুমাত্র সুষ্ঠু ও সমতাপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত হলে এবং সব দল স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারলেই জাতীয় পার্টি পুরোপুরি মাঠে নামবে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা এসব কথা বলেন।
তিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরে বলেন, দলটি ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। তবে ‘ভাইটাল’ বা জেতার সক্ষমতাসম্পন্ন প্রার্থীদেরই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে, যার সংখ্যা ২০০ থেকে ৩০০ পর্যন্ত হতে পারে।
মোস্তফা মনোনয়ন বাণিজ্যের ইঙ্গিত দিয়ে বলেন, ‘অনেকে মনোনয়ন কিনছেন। কিন্তু চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে, তখন ভাইটাল প্রার্থীদের আমরা মনোনয়ন দেব।’
সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন মোস্তফা। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ সেই আগের দেশ নেই। এখন কোনো ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। ডিসিকে তারা কাজ করতে বাধ্য করাচ্ছে।’ এই অচলাবস্থা কাটাতে দেশকে আরও ২০ বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাই।