Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমে হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায় এসআরএফ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:০০

ঢাকা: সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের ‍বিচারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

রোববার (২১ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসআরএফ-এর সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা বা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থি।

বিজ্ঞাপন

এছাড়া, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগের সময় ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারে উদ্যোগ নেওয়ার কারণে সম্পাদক পরিষদ-এর সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীর-কে হেনস্তা ও নাজেহালের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১২টার দিকে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির একাধিক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর