Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত


২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

প্রতীকী ছবি।

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ট্রাকের ধাক্কায় ডিম বোঝাই ভ্যানের চালক মো. রুস্তম আলী (৪০) নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ভ্যানচালক মো. রুস্তম আলী পাঁচদোনার আড়ত থেকে ভ্যানে ডিম বোঝাই করে ঘোড়াশাল যাচ্ছিলেন। ভ্যানটি সাকুরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ডিমবাহী ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুস্তমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা মাধবদী থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরই মধ্যে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করেন।

মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার বলেন, একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি দুমরে-মুচড়ে যায়। এতে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক রুস্তমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও ট্রাকটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর