ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় নবীজিকে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১৪ ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দুপুরে র্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে আধাপোড়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে কেন তুলে দেওয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে।