Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা আখতার হোসেনের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫

এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন -ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি’র শুরু করা সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে শহীদ শরিফ ওসমান হাদি আত্মত্যাগ করেছেন। তিনি যে বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন—যেখানে বিদেশি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ পরিচালিত হবে এবং গণতান্ত্রিক ধারা বজায় থাকবে—সে লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে। একই সঙ্গে ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, তা পরিপূর্ণ করার জন্য দোয়া কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এ সময় দলমত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশ রক্ষার আহ্বান জানান আখতার হোসেন এবং শহীদ ওসমান হাদির পরিবারের জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর