Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল অসুস্থ, বাসায় বিশ্রামে আছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার (২০ ডিসেম্বর) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার(১৯ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সে সময় তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

শায়রুল কবির জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থীদের সাথে ধারাবাহিক বৈঠকের তৃতীয় দিন শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মির্জা ফখরুলের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। তার পরিবর্তে ওই অনুষ্ঠানে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর