Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৪:১৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৭

প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে ফের ঝগড়া শুরু হলে তা থামাতে যান প্রতিবেশী জান্নাত হোসেন। এ সময় তারেক ও রিয়াদের হাতে বগি দা ছিল।
ঝগড়ার একপর্যায়ে রিয়াদ তার হাতে থাকা দা দিয়ে তার ভাই তারেককে লক্ষ্য করে কোপ দিতে গেলে সেটি জান্নাত হোসেনের গায়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, শনিবার সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে নিহতের ভাগ্নি সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘তারেক ও রিয়াদ দুজনই নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পরিকল্পিতভাবে তারা আমার মামাকে হত্যা করেছে। সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। ইচ্ছাকৃতভাবে ডেকে নিয়ে গিয়ে রিয়াদ দা দিয়ে কুপিয়ে মামাকে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর