ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রাকা চাপায় সোহান শেখ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির নানি, মা ও বড় ভাই আহত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উত্তরা বিএনেস সেন্টার ফ্লাইওভারের নিচে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় সোহান ও তার মা তহুরুন্নেছাকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষনা করেন। শিশুটির মা তহুরুন্নেছা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। আহত নানি আবেজান বেগম (৬৫) ও বড় ভাই মাহমুদুল হাসান রোহান (১৩) পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।
হাসপাতালে মৃত সোহানের খালা রুনা বেগম জানান, তাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার পুলঘাট গ্রামে। দুই ছেলে কে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন তারা। গত সোমবার তার মা, বোন দুই ছেলেকে নিয়ে তুরাগ নয়ানগর আমার বাসায় বেড়াতে আসে।
তিনি আরও জানান, আজকে সকালে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দ্যশ্যে বের হয়ে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের নিচে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি ট্রাক ও বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় ট্রাকটি তাদের চাপা দেয়। তারা চারজন আহত হয়। পরে তাদেরকে প্রথমে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে মা ও ছেলে সোহানকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সোহান মারা যায়। রোহান ও তার নানি পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানায় অবগত করা হয়েছে।