Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে চাচাতো ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ২৩:২২

মরদেহ। প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী সীমা আক্তারের (২৫) বঁটির কোপে চাচাতো ভাই লুৎফর রহমান টুকু মোল্ল্যা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের এ হত্যার ঘটনা ঘটে।

নিহত টুকু মোল্যা ওই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, নিহতের চাচাতো ভাই শাহিন মোল্যার ছেলের সুন্নতি খাতনা অনুষ্ঠানে ঢাকা থেকে বাড়িতে দাওয়াতে আসেন টুকু। টুকু মোল্যার সঙ্গে তার তুরস্ক প্রবাসী চাচাতো ভাই সোহাগ মোল্যার দীর্ঘদিনের পারিবারিক কলহ চলছিল। সন্ধ্যায় সোহাগ মোল্যার স্ত্রী সীমা আক্তারের ঘরের খোপে টুকু মোল্যার হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সীমা আক্তার উত্তেজিত হয়ে বঁটি দিয়ে টুকু মোল্যাকে কোপ দিলে মারাত্মক আহত হন টুকু।

বিজ্ঞাপন

পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, এখনো কাউকে আটক করা যায়নি। এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ
২০ ডিসেম্বর ২০২৫ ০০:৪২

আরো

সম্পর্কিত খবর