Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধান্ত বদলে হিমাগারে নিয়ে যাওয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ঢাবি করেস্পন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫

ওসমান হাদির মরদেহ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনার সিদ্ধান্ত বদল করে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাকে সেখানে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিবেন।

আরও পড়ুন-দেশের মাটিতে ওসমান হাদির মরদেহ

আরও জানানো হয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর ওসমান হাদির জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ঢাবি সেন্ট্রাল মসজিদে আনার পর জাতীয় কবি নজরুলের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

বিজ্ঞাপন

পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে শনিবার মিছিলসহ ওসমান হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন-ওসমান হাদি দেশে ফিরছেন লাল-সবুজের কফিনে

ছাত্র জনতার উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আজ ও শনিবার শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতা করার সুযোগও যেন না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

দেশের মাটিতে ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩

আরো

সম্পর্কিত খবর