Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৪ বছর ধরে আমরা স্বাধীনতাটাই খুঁজছি: ড. শামীমা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯

ঢাকা: সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. শামীমা তাসনিম বলেন, জুলাই বিপ্লবে এত আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে পারিনি। ৫৪ বছর ধরে আমরা আজও স্বাধীনতাটাই খুঁজছি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ওসমান হাদি-কে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

হাদিকে হত্যার ঘটনাকে প্রধান উপদেষ্টা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করায় তীব্র নিন্দা জানিয়েছেন ড. শামীমা। তিনি বলেন, আপনার সন্তানের মাথায় পিছন থেকে গুলি করলে সেই গুলি সামনে দিয়ে বের হয়ে যাওয়ার পর আপনার সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন এটি বিচ্ছিন্ন ঘটনা?- মোটেও না। তাই সিইসিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে তিনি আহ্বান জানান।

বিজ্ঞাপন

হাদির সঙ্গে মির্জা আব্বাসের কথোপকথন তুলে ধরে তিনি বলেন, হাদি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কত সুন্দর এবং বিনয়ের সঙ্গে জবাব দিয়ে নিজের স্বপ্নের কথা জানান দিয়েছে।

তিনি আরও বলেন, আবরারকে ছাত্র লীগের সন্ত্রাসীরা হত্যার পরপর শাকিব নামের আরেক ছাত্রকে ছাত্র দলের নেতাকর্মীরা হত্যা করেছে। যার সিসি টিভি ফুটেজ রয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় আজকে হাদিকে হত্যার শিকার হতে হয়েছে। আমরা আশঙ্কা করছি এভাবে আরও তরুণ বিপ্লবীরা হত্যার শিকার হতে পারে। আর একটা প্রাণের ওপর গুলি চললে নারী সমাজ বসে থাকবে না।

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আমরা গত এক সপ্তাহে আপনার সরকারের সক্ষমতা দেখতে চেয়েছি কিন্তু আশানুরূপ কিছু জাতি দেখেনি। যখন আপনার আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন তখন জাতির নিরাপত্তা নিশ্চিত করবে কে বা কারা? এই প্রশ্নের জবাব প্রধান উপদেষ্টাকেই দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, তিনি নির্বাচনের প্রার্থীদের একটি করে বন্দুক দিতে যাচ্ছেন। তাহলে ১৬ কোটি মানুষ সবাইকে কী তিনি একটি করে বন্দুক দেবেন? – বন্দুক দিয়ে কী নিরাপত্তা নিশ্চিত করা যায়? হাদির হত্যাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার প্রতিক্রিয়ায় ছাত্র সমাজ বলেছিল কেউ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারলে তাকে ১ কোটি টাকা পুরস্কার দিবে। ছাত্র সমাজের এই ঘোষণা প্রমাণ করে টাকা দিয়ে এদেশের জনগণকে কেনা যাবে না। জনগণ ন্যায় বিচার চায়, রাষ্ট্রের সক্ষমতা দেখতে চায়। হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অস্ত্রসহ আটকের পর কীভাবে দুই দু’বার জামিন নিয়েছে? – কারা তাকে সহযোগিতা করেছে সেই সকল আইনজীবী ও বিচারকদের চিহ্নিত করে গ্রেফতার দাবি জানিয়ে ড. শামীমা তাসনিম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের মুক্তি দেওয়া আইনজীবী ও বিচারকদের বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার যাত্রা শুরু করতে হবে।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম, সহকারী সেক্রেটারি মাহসিনা মমতাজ মারিয়া, সম্মিলিত নারী প্রয়াসের সদস্য সাংবাদিক লাবিন রহমান, সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার নিশাত শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমিন, জুলাই যোদ্ধা জান্নাতুন নাঈম প্রমি, সম্মিলিত নারী প্রয়াসের সদস্য রায়হানা নাসিম প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর