Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’র ভর্তি পরীক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:০১

ভর্তি পরীক্ষায় মোট ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৫ম ব্যাচের ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদফতরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এই প্রকল্পটি পরিচালনায় জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ৫ম ব্যাচের ভর্তি পরীক্ষা মোট ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো: হাছিনুর রহমান তালুকদার।

এসময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো: জুয়েল রানা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমানসহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিবৃন্দ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ দেশের মোট ৪৮টি জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ৫ম ব্যাচের ভর্তি পরীক্ষা দুই ধাপে মোট ২৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস-এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর