Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় ৮ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২১:২১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৮ আসামি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: জেলার মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৮ আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৮ আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- আল আমিনের ছেলে সাগর (১৯), আনিছের ছেলে অনিক (২৪), মো. হাছু মিয়ার ছেলে রুবেল (২৫), দুলাল মিয়ার ছেলে হৃদয় (২৫), মৃত আবু ছালেকের ছেলে মো. রাজু (২৫), মো. অহিদ মিয়ার ছেলে জসিম মিয়া (২৫), মৃত রহমতের ছেলে সাগর প্রকাশ বুলেট (২৪) এবং সিরাজুল ইসলামের ছেলে সাব্বির (৩৩)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাসিন্দা।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

প্রাণহীন হাদি ফিরছেন ইতিহাস হয়ে
১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:০৬

আরো

সম্পর্কিত খবর