Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসবিএসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাইনুল কবির

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

ছবি : সংগৃহীত

ঢাকা: এসবিএসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম মাইনুল কবির। বুধবার (১৭ ডিসেম্বর) তিনি এসবিএসি ব্যাংকে যোগদান করেন।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএম মাইনুল কবির-এর ব্যাংক খাতে ৩০ বছরেরও বেশি সময়ের সক্রিয় অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি তার কর্মজীবনে বেশ কয়েকটি উচ্চপদস্থ নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে- হেড অফ ক্রেডিট, চিফ বিজনেস অফিসার, হেড অফ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন এবং শাখা প্রধান ইত্যাদি।

বিজ্ঞাপন

তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার পেশাগত যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং কমিউনিটি ব্যাংক পিএলসিতে দায়িত্ব পালন করেন এবং পেশাদারিত্ব, সততা এবং কার্যকর নেতৃত্বের জন্য সুনাম অর্জন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর