Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫

প্রতীকী ছবি।

বরিশাল: বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে আব্দুল হাকিম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ফলপট্টি এলাকার হোটেল পার্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাকিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদার ছেলে। তিনি ওই হোটেলটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

হোটেলের স্টাফরা জানান, ওই ব্যক্তি দীর্ঘ চল্লিশ বছর ধরে হোটেলটিতে কর্মরত ছিলেন। গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন আব্দুল হাকিম। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় খাবার খেয়ে তিনি রুমে ঢুকে আর বের হননি।

বিজ্ঞাপন

হোটেলের মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশ করার পর তিনি আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর