Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমছে টেলিভিশন দেখার প্রবণতা, বাড়ছে স্মার্টফোন ব্যবহার: বিবিএস জরিপ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪

ঢাকা: দেশে পরিবারভিত্তিক বিনোদন ও যোগাযোগের ধরণে দ্রুত পরিবর্তন আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে দেখা গেছে, পরিবারে টেলিভিশন দেখার প্রবণতা কমছে, বিপরীতে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত বিবিএসের ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬ (প্রথম প্রান্তিক: জুলাই–সেপ্টেম্বর)’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, ২০২৩ সালে দেশের ৬২ দশমিক ২ শতাংশ পরিবারে টেলিভিশন থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৬ শতাংশে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরও নেমে এসেছে ৫৮ দশমিক ৯ শতাংশে।

বিজ্ঞাপন

অন্যদিকে, স্মার্টফোন ব্যবহারে উলটো চিত্র দেখা গেছে। ২০২৩ সালে যেখানে ৬৩ দশমিক ৩ শতাংশ পরিবারে স্মার্টফোন ব্যবহার ছিল, ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭২ দশমিক ৮ শতাংশে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে সামান্য কমে এই হার ৭২ দশমিক ৪ শতাংশ হয়েছে।

বিবিএস জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবারে মোবাইল ফোন ব্যবহৃত হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। এতে খানাভিত্তিক তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সুবিধায় ধারাবাহিক অগ্রগতির ইঙ্গিত মিললেও টেলিভিশন ব্যবহারে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

জরিপে আরও দেখা গেছে, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার এখনো এক অঙ্কেই সীমাবদ্ধ। ২০২৩ সালে যেখানে ৮ দশমিক ৯ শতাংশ পরিবারে কম্পিউটার ছিল, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

ইন্টারনেট ব্যবহারে বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। ২০২৩ সালে ৪৩ দশমিক ৬ শতাংশ পরিবারে ইন্টারনেট সুবিধা থাকলেও ২০২৪-২৫ সালে তা বেড়ে ৫৫ দশমিক ১ শতাংশে পৌঁছায়। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২ শতাংশে।

বিবিএসের মতে, এসব তথ্য দেশের ডিজিটাল সংযোগ ও প্রযুক্তিনির্ভর জীবনে দ্রুত পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর