Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৪১

শহরের বড়বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বড়বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথবাহিনী বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর