Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত


১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯

নিহত পলাশ আলীর আইডি কার্ড।

নওগাঁ: নওগাঁর মান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী পালশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে পলাশ আলীর ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল বলেন, ‘বাসচাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।’

বিজ্ঞাপন

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯

রাবির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত
১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪

আরো

সম্পর্কিত খবর