Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন সময়মতো না হলে দেশের মানুষকে চরম মূল্য দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সময়মতো নির্বাচন অনুষ্ঠিত না হলে এর সুফল ভোগ করবে পার্শ্ববর্তী দেশ ও স্বৈরাচারী শক্তি। আর চরম মূল্য দিতে হবে এ দেশের সাধারণ মানুষকে।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ গণতন্ত্র পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।’

তিনি বলেন, ‘বিগত ৫৪ বছরে আমরা বারবার গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি, আবার তা হারিয়েছি। এখন ফের সেই অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত চলছে।’

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, ‘বিএনপি হচ্ছে সংগ্রাম, গণতন্ত্র এবং জনসমর্থনের দল।’

অন্যদিকে, প্রতিপক্ষ দুটি গোষ্ঠীকে ‘গণহত্যাকারী দল’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখা এবং দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা।’

২৫ ডিসেম্বরের কর্মসূচি সফল করার ওপর গুরুত্বারোপ করে দুদু বলেন, ‘ঐ দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে যাতে কোনো অশুভ শক্তি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ২৫ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি উপস্থিত জনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

’৭১-এর ঘাতক এবং ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করে তিনি বলেন, ’৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

দুদু বলেন, ‘একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা আসলে দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। আর এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ।’

যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর