Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীত


১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী পাঁচ দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৭ ডিসেম্বর) ও বৃহস্পতিবারও (১৮ ডিসেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ও শনিবার (২০ ডিসেম্বর) দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে এবং ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের শেষের দিকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। ঢাকায় বাতাস পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।

বিজ্ঞাপন

সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীত
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

দূষিত শহরের তালিকার পঞ্চম ঢাকা
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৯

আরো

সম্পর্কিত খবর