Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের ধাওয়া-পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ০০:০৩

চাঁপাইনবাবগঞ্জ: শহরের পিটিআই এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ধাওয়া-পালটা ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার বস্তি এলাকার এক যুবককে মারধর করা হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে উভয়পক্ষ লাঠি-সোটা নিয়ে ধাওয়া পালটা-ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর