Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী‌তে ট্রা‌কের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০

প্রতীকী ছবি।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ট্রা‌কের ধাক্কায় ভ্যানচালক নিহত হ‌য়ে‌ছে। এঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও একজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকা‌লে উপ‌জেলার বাবুপাড়া ইউ‌নিয়‌নের হেনা মোড় এলাকায় রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে ।

নিহত ভ্যানচালকের নাম মেহেদী হাসান। সে বাবুপাড়া গ্রামেট মিরাজ হোসেনের ছেলে। আহত আব্দুর রাজ্জাক হাবাসপুর ইউ‌নিয়‌নের চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে ।

স্থানীয়রা জানায়, নিহত মেহেদি হাসান ও আহত আব্দুর রাজ্জাক দুজনই ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি)-এর কর্মী। মেহেদি হাসান ভ্যানচালক হিসেবে এএসআর পদে এবং আব্দুর রাজ্জাক এসআর পদে কর্মরত ছিলেন। তারা পাংশা থেকে পণ্য ডেলিভারির উদ্দেশ্যে মাছপাড়া এলাকায় যাওয়া পথে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক মেহেদি হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাংশা হাইও‌য়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ ব‌লেন, ঘটনার পরপরই চালক ট্রাক নি‌য়ে পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর