চট্টগ্রাম ব্যুরো: তফসিল ঘোষণার পর প্রথম চট্টগ্রামে দুজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ।
সোমবার (১৫ ডিসেম্বর) এরশাদ উল্লাহর পক্ষে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অন্যদিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোহাম্মদ আরমান হোসেন নামে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ দুজনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি সারাবাংলা-কে জানিয়েছেন।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর চারদিন পর সোমবার দুজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ১২ ফেব্রুয়ারি সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ হবে।
মনোনয়ন ফরম সংগ্রহের কথা জানিয়ে এরশাদ উল্লাহ বলেন, ‘আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষ করে ২৮ বা ২৯ ডিসেম্বর জমা মনোনয়ন পত্র জমা দেব।’
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি এ পর্যন্ত ১৪টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এদের মধ্যে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ প্রথম মনোনয়ন ফরমপত্র করলেন। মনোনয়ন পাবার পর গত ৫ নভেম্বর নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় নির্বাচনি জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এরশাদ উল্লাহ। মাসখানেক চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরেছেন তিনি।