Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তৌহিদী জনতার নামে উড়ো চিঠি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত’

স্পেশাল করেসপডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮

প্রতীকী ছবি।

ঢাকা: সাম্প্রতিক সময়ে ‘তৌহিদী জনতা’র নাম ব্যবহার করে দেশের বেশ কিছু মিশনারী প্রতিষ্ঠানে হুমকি সম্বলিত উড়োচিঠির ঘটনা দেশবিরোধীদের আরেকটি চক্রান্ত বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় দলটি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উড়ো চিঠিতে হুমকি দেওয়ার ঘটনা আমাদের নজরে এসেছে। এই বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, এই চিঠি ও হুমকি বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন আরেকটি চক্রান্ত। বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন দেশের সকল ধর্ম ও পন্থার মানুষ একত্রিত হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তখন এই ধরণের হুমকি সম্বলিত চিঠি বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা দেওয়ার অপপ্রয়াস। এই চিঠি যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, বাংলাদেশে নানা ধর্মের মানুষ একত্রে বসবাস করে। পারস্পরিক সহযোগীতার মাধ্যমে দারিদ্রতা ও নিরক্ষতার দূরিকরণে সমাজে কাজ করে যাচ্ছে। এই ক্ষেত্রে মিশনারী প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। দীর্ঘ ইতিহাসে এই মিশনারী প্রতিষ্ঠানের সঙ্গে সমাজের বোধবিশ্বাস নিয়ে বড় ধরণের কোনো সংঘাত তৈরি হয় নাই। এমন বাস্তবতায় উড়োচিঠির ভাষ্য ও বক্তব্য সম্পূর্ণ অমূলক। এই চিঠির ভাষ্য ও বক্তব্যই প্রমাণ করে যে, এটা একটা চক্রান্তমূলক কর্মকাণ্ড।

বাংলাদেশের মূলধারার ইসলামপন্থী রাজনৈতিক শক্তি, সমাজের মূলধারার আলেম-উলামা ও মসজিদ-মাদ্রাসা কখনোই এই ধরণের কর্মকাণ্ড সমর্থন করে না ও এই ধরনের চিন্তাধারা লালন করে না। সেজন্য এই উড়োচিঠি দেশের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা হিসেবেই মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল ধর্মের মানুষকে এবং মিশনারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করছে যে, দেশের সাধারণ মানুষ আপনাদের পাশে আছে। কেউ কোনো ধরণের অপচেষ্টা চালালে সকলে মিলে সেই অপশক্তিকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।’

দ্রুত বস্তুনিষ্ট তদন্ত করে এই ধরণের অন্তর্ঘাতমূলক কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সারাবাংলা/জিএস/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর