Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কোতে আকস্মিক বন্যায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭

মরক্কোতে আকস্মিক বন্যা। ছবি: সংগৃহীত

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) মরক্কো কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় আহত হয়ে আরও ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর নগরী সাফির পুরনো শহরে বাড়িঘর ও দোকানপাটে জল ঢুকে যায়, গাড়ি ভেসে যায় এবং মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অবস্থিত এই শহরটির এবং এর আশেপাশে অনেক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিষ্কার করার জন্য সোমবার শহরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুরনো শহরে রাস্তাঘাট জলমগ্ন এবং গাড়ি ডুবে আছে। এ ছাড়া কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে নৌকা ব্যবহার করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৭০টি বাড়ি এবং দোকান বন্যায় ডুবে গেছে।

সাত বছরের খরার পর মরক্কো বর্তমানে ভারী বৃষ্টিপাত এবং অ্যাটলাস পর্বতমালায় তুষারপাত দেখছে, এই খরায় দেশটির কিছু প্রধান জলাধার শুকিয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

ভিন্ন এক রূপে মিম!
১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪

সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬

‘জুটোপিয়া টু’ কেন এত ক্রেজি?
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪

আরো

সম্পর্কিত খবর