কুমিল্লা: অপরাধ দমন, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং জাতীয় স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কুমিল্লায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর এবং আশপাশের এলাকায় র্যাবের টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে গভীর রাত পর্যন্ত নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
চেকপোস্টগুলোতে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে অপরাধী, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
র্যাবের পক্ষে উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানায়, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’