Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগে লিফটের ফাঁকা জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২১

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

রোববার দিবাগত রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে রোববার দুপুর ২টার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের রাখা ফাঁকা জায়গার নিচ থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বাম পায়ের হাঁটুতে ভাঙ্গা এবং ডাম পায়ের গোড়ালি ভাঙ্গা ও কাটা যখম রয়েছে। উদ্ধারের সময় মরদেহের পরনের লুঙ্গির কোচে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে। যার মধ্যে একটিতে গাঁজা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওই লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে অথবা দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পূর্বে তিনি মাদক সেবন করেছিলেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।

টিপু মোল্লার বড় ভাই মো. আবু মোল্লা বলেন, উত্তর বাসাবোয় তাদের নিজেদের বাড়ি। স্ত্রী মিনু আক্তার ও মেয়েকে নিয়ে থাকতো। টিপু ঠিকাদারীর কাজ করতো। তবে ওই নির্মানাধীন ভবনে কেন গিয়েছিল তা জানা নেই। কিভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর