ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের সামনের সড়কে অছিম পরিবহণের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’