কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মো. তানজিল কবির, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আমিনুল ইসলাম, কসবা উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির শিবলী নোমানী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ও কৃষি কর্মকর্তা আয়েশা বেগম।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অতিথিরা।
আরও বক্তব্য দেন ছাত্রপ্রতিনিধি আসাদ, এনসিপি নেতা মামুন শরীফ বাতেন, সাংবাদিক ফোরাম সভাপতি সবুজখান জয় ও কসবা সরকারি উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম।
সভাপতি মো. ছামিউল ইসলাম বলেন, ‘৯ মাস যুদ্ধের পর বিজয় যখন সুনিশ্চিত তখন অর্থাৎ ১৪ ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অতিথিরা।
বিশেষ অতিথিরা ও আলোচকরা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে মর্যাদার সঙ্গে স্মরণ করে আত্মার মাগফেরাত কামনা করেন।