Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকালীন অভিযোগ যাচাইয়ে ১০ কর্মকর্তা নিয়োগ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনকালীন অভিযোগ যাচাই করতে ইসির প্রশাসনিক ১০ অঞ্চলের জন্য ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সম্প্রতি ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

‎এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তফসিল ঘোষণার পর হতে নির্বাচনি ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত সময়ের জন্য ১০ জন কর্মকর্তাকে ১০ অঞ্চলের দায়িত্বপালন করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ ১০ কর্মকর্তারা যে দায়িত্ব পালন করবেন-

বিজ্ঞাপন
  • ‎ভোটকেন্দ্র সম্পর্কিত প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তির জন্য উপস্থাপন;
  • ‎নির্বাচনকালীন আচরণ-বিধি ভঙ্গ ও অন্যান্য অভিযোগ নিষ্পত্তির জন্য নথি উপস্থাপন;
  • ‎নির্বাচন উপলক্ষ্যে পঠিত বিভিন্ন কমিটির নিকট হতে প্রতিবেদন সংগ্রহ ও মাননীয় নির্বাচন কমিশন সমীপে উপস্থাপন;
  • ‎মনোনয়নপত্র দাখিল হতে বার্তাশিট সংগ্রহসহ রিটার্নিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ;
  • ‎প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা সংগ্রহ এবং তালিকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে হয়েছে কিনা তা যাচাই;
  • ‎ব্যালট পেপার মুদ্রণের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা মুদ্রণালয়ে পাঠানো;
  • ব্যালট পেপার মুদ্রণের প্রুফ রিডিং এবং চূড়ান্ত মুদ্রণের জন্য অনুমোদন দেওয়া;
  • ‎ভোটগ্রহণের দিন পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ ও মাননীয় নির্বাচন কমিশন সমীপে উপস্থাপন;
  • ‎বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন এবং
  • ‎ওসিভিও আইসিভিবিষয়ক দায়িত্বপালন।

‎এ চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইন অনুবিভাগের যুগ্মসচিব ও নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখা অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় করবেন। অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরবরাহকৃত মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য একীভূত করে নির্বাচন কমিশনে উপস্থাপন করবেন। এ ছাড়া ভোটগ্রহণের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হতে প্রাপ্ত ফলাফল (বার্তাশিট) এবং পরিস্থিতি প্রতিবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য একীভূত ও নির্বাচন কমিশনে উপস্থাপনসহ এ সংক্রান্ত সকল কার্যক্রম গ্রহণ করবেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নথি উপস্থাপন ও সিদ্ধান্ত বাস্তবায়নে পরামর্শ দিবেন।

‎ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর