Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫

প্রতীকী ছবি।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খেতুর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যাত্রীসহ একটি ভ্যান নিয়ে টেংগনমারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল রাস্তার ওপর বসানো পানির পাইপ পারাপারের মুহূর্তে ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ভ্যানচালক ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহত ভ্যানচালকের নাম মোরছালিন (৪০)। তিনি উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, খেতুর বাজার এলাকায় কৃষকেরা রাস্তার ওপর দিয়ে পানির পাইপ বসিয়ে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। ওই পাইপ পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬

আরো

সম্পর্কিত খবর