Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৪৬

প্রতীকী ছবি।

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হৃদয় রায় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিহত হৃদয় রায় পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে কথা বলছিল। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর