গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (গোবিপ্রবি) ছাত্রদল।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০ টায় এ বিক্ষোভ মিছিল করে তারা।
বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের হলচত্বর প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যালিফোর্নিয়া রোড হয়ে আবার গোলচত্বরে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘জুলাই যোদ্ধা আহত কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘বিপ্লবীরা আহত কেন, ইন্টেরিম জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘এই হামলা শুধু এক ব্যক্তির ওপর হামলা নয়। এটা সমগ্র জুলাই যোদ্ধাদের ওপর হামলা। সন্ত্রাসী হামলা করে আন্দোলন নিস্তব্ধ করা যায় না। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নয়, তিনি সমাজের ন্যায়, অধিকার ও স্বাধীনতার কথা বলে। ’২৪ পরবর্তী সময়ে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়।আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই গুপ্ত হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের আহ্বান জানাচ্ছি।’
এ সময় শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।