Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএসইর ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২০:১৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য্ ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ৩০ বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য এ লভ্যাংশের অনুমোদন দেন। চট্টগ্রামে সিএসই’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ।

এ বার্ষিক সাধারণ সভায় সিএসই’র পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সিএসই’র একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোন প্রার্থী না থাকায় সিএসই’র নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর