ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২১ পয়েন্ট।
আজ ডিএসই-তে ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৩৩ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭০ কোটি ১৫ লাখ টাকা বা ১৩ শতাংশ।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬২টির বা ৬৬.৮৪ শতাংশের। আর দর কমেছে ৬৪টির বা ১৬.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬টির বা ১৬.৮৪ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৪৪টির এবং পরিবর্তন হয়নি ৩১টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭১ পয়েন্টে।
আগেরদিন সিএসই-তে ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছিল।