Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ের ওপর পা তুলে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩

নিহত মোহাম্মদ তাহমিদ উল্লাহ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। ওই তরুণ মাসখানেক ধরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ‘ঘোরাফেরা’ শুরু করেছিলেন বলে জানিয়েছে পুলিশ ।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর পূর্ব হিঙ্গুলী ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে।

সংঘর্ষে জড়িতরা চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী বলে পুলিশ জানায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক সারাবাংলাকে বলেন, ‘দোকানে একজন পায়ের ওপর পা তুলে বসে চা খাচ্ছিল। বয়সে সিনিয়র কয়েকজন সেখানে যাবার পরও পা না নামানোয় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিনিয়র-জুনিয়র মারামারি শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তাহমিদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাহমিদের মৃত্যু হয়েছে।

সংঘর্ষে জড়িতরা বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মী জানিয়ে ওসি নাজমুল বলেন, ‘উভয় গ্রুপ একই দলের একই নেতার লোকজন। তবে নিহত ছেলেটা সক্রিয়ভাবে রাজনীতি করতো কি না সেটা আমরা নিশ্চিত না। শুনেছি, মাসখানেক ধরে ছাত্রদলের ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করছিল।’

জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ-বাংলাদেশ) নামে একটি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত তাহমিদ সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সংগঠক ছিলেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজনের পোস্টে তাহমিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই- মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব বলেও পরিচয় দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৬

নিয়োগ দিচ্ছে মেঘনা ব্যাংক
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর