Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২২:০০

টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

টাঙ্গাইল: বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠছেন। তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন এবং দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত হন।’

বিজ্ঞাপন

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর