Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট প্রেসক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর, তফসিল ঘোষণা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮

প্রতীকী ছবি।

সিলেট: সিলেটের শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের (২০২৬-২৭) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রেসক্লাব নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর, বুধবার নগরীর সুবিধবাজারে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রদান করা হবে ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। জমা নেওয়া হবে ১৭ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৫টা এবং প্রত্যাহার সময়সীমা ২০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ওইদিনই সন্ধ্যা ৬টায়। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো নির্বাচনি তফসিল থেকে জানা যাবে।

নির্বাচন পরিচালনার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হচ্ছেন-জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট সন্তু দাস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর