Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধনের সুযোগ মার্চ পর্যন্ত

স্পেশাল করেসপডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২১:৪২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০০:৫৭

প্রতীকী ছবি।

ঢাকা: মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফ‌োন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনসাধারণের সুরক্ষা এবং একইসঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধে আগামী ১৬ই ডিসেম্বর চালু করা হচ্ছে এন‌ইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার)। এই সময়ের মধ্যে সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য প্রাথমিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছিল।

তবে, মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে এ বিষয়ে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মোবাইল ফোন আমদানিতে কোনো বাঁধা নেই। তবে, কত পুরানো ফোন আমদানি কারা যাবে, কোন কোন মডেল আমদানি করা যাবে-তা বাণিজ্য মন্ত্রণালয়সহ উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সকল পক্ষকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এ বিষয়ে মধ্যস্থতা করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

আগামী ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধনের বিষয়ে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ দৃঢ় সমর্থন জানা গেছে।

সারাবাংলা/জিএস/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর