Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবা‌নে গণমাধ‌্যমকর্মী‌দের অংশগ্রহ‌ণে মত‌বি‌নিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

মত‌বিনিময় সভায় প্রধান অতিথি ছি‌লেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রি‌নি। ছবি: সারাবাংলা

বান্দরবান: গণমাধ‌্যমকর্মী‌দের অংশগ্রহ‌ণে ‘সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতি‌রো‌ধে গণমাধ‌্যমের ভূ‌মিকা’-শীর্ষক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১০‌ ডি‌সেম্বর) সকা‌লে বান্দরবান সদর উপ‌জেলা মিলনায়ত‌নে আঞ্চ‌লিক তথ‌্য অ‌ফিস (পিআইডি) চট্টগ্রা‌মের আয়োজ‌নে এবং জেলা তথ‌্য অফিস ও জেলা প্রশাসন বান্দরবা‌নের সহ‌যো‌গিতায় মত‌বিনিময় সভায় প্রধান অতিথি ছি‌লেন জেলা প্রশাসক শামীম আরা রি‌নি।

তি‌নি ব‌লেন, ‘যারা অনলাইন সাংবা‌দিকতা ক‌রে তারা বে‌শিরভাগই গুজ‌বে কান দেয়। ফ‌লে, ঘটনার সত‌্যতা যাচাই-বাছাই না করেই ত‌ড়িগ‌ড়ি ক‌রে নিউজ ছা‌পি‌য়ে দেয়। এরফ‌লে স‌ঠিক নিউজ‌টি জনগ‌ণের কা‌ছে পৌছায় না। আমা‌দের দে‌শের মানুষ এখ‌নো পু‌রোপু‌রি সচেতন না। যার কার‌ণে গুজ‌ব সহ‌জেই বিশ্বাস ক‌রে।’

বিজ্ঞাপন

তি‌নি আরো ব‌লেন, ‘য‌দি কখ‌নো গুজব শোনেন, তাহ‌লে যাচাই কর‌তে অবশ‌্যই আমা‌দের কাছ থে‌কে সত‌্যটা জে‌নে রি‌পোর্ট কর‌বেন, তাহ‌লে এসব গুজব সহ‌জে ছড়া‌বে না। প্রকৃত সংবাদকর্মীরা অবশ‌্যই এ বিষয়গু‌লো খেয়াল রে‌খে কাজ কর‌বেন ব‌লে আশা কর‌ছি।’ এ বিষ‌য়ে সবার প্রশিক্ষণ নি‌য়ে আরও প্রশি‌ক্ষিত হওয়া দরকার ব‌লেও তি‌নি জানান।

এসময় আঞ্চ‌লিক তথ‌্য অ‌ফিস (পিআইডি) চট্টগ্রা‌মের উপ প্রধান তথ‌্য অ‌ফিসার মো: আবু সাঈদ হাসা‌নের সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন জেলা তথ‌্য অ‌ফিসার মো: আনোয়ার হো‌সেন, প্রেসক্লা‌বের সভাপ‌তি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত সাংবা‌দিক ও বি‌ভিন্ন অফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর