Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় গোডাউনে মজুত নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

স্পেশাল করেসপডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০০:৫৮

জব্দ করা পলিথিন। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ২৬ হাজার কেজি পলিথিন জব্দ করা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কালীতলা এলাকার একটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এ ঘটায় জড়িত তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম। একইসঙ্গে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত দুদু মণ্ডলের ছেলে মো. হেলালুজ্জামান (৪৫), নাটাইপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) এবং গোকুল এলাকার মো. বাদলের ছেলে মো. জাকারিয়া (২২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের কালিতলা এলাকায় একটি গোডাউনে অভিযান চালায়। অভিযানের সময় গোডাউন এবং ট্রাকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়, যার পরিমাণ ২৬ হাজার কেজি। গোডাউনের ম্যানেজার মো. হেলালুজ্জামানসহ আটক তিনজনই জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

অভিযানে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, সহকারী পুলিশ সুপার মমিনুর রহমান ও পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে গোডাউনের ম্যানেজার মো. হেলালুজ্জামানকে ২ লাখ টাকা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার সহযোগী মো. রফিকুল ইসলামকে এক মাস এবং মো. জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।