ঢাবি: চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল করেছে স্টুডেন্ট ফর সভরেন্টি নামক একটি সংগঠন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় এই প্রতিবাদ সমাবেশটি।
পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।
স্টুডেন্ট ফর সভরেন্টির আহবায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, ‘বাংলাদেশে এমন কোন সেক্টর নেই যেটা দুর্নীতিমুক্ত। তাহলে শুধুমাত্র চট্টগ্রামের কথা কেন বলা হবে। চট্টগ্রাম বন্দরে যদি দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট থাকে সেটা বন্ধে সরকারকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। কিন্তু দুর্নীতির কথা বলে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া মানে হলো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া।’
তিনি আরও বলেন, ‘আজকে যদি কোনো ভারতীয় বা ইসরাইলি অপারেটরকে এ বন্দর দেওয়া হতো তবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করত। কিন্তু যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে তার সঙ্গে ভারত ইসরাইলের একাধিক চুক্তি আছে। আজকে আধুনিক বিশ্বে সরাসরি একটি রাষ্ট্র কখনো আরেকটি রাষ্ট্রে প্রবেশ করে না। তারা মাল্টি লেভেল ডিলিংসের মাধ্যমে আরেকটা দেশে প্রবেশ করে। এপিএম টার্মিনালে ডিপি ওয়ার্ল্ড এর মাধ্যমে ভারত ও ইসরায়েল আমাদের দেশের মধ্যে তোদের অধিকার পেয়ে গেলো। এর মাধ্যমে আমেরিকাকেও একটা সফট ঘাঁটি দেওয়া হলো। আমরা বেঁচে থাকতে এটা হবে না এবং আমরা হতে দিতে পারি না।’
এ সময় তারা সরকারের কাছে ৩টি দাবি তুলে ধরেন-
১.নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে লিজ প্রক্রিয়া বাতিল করতে হবে।
২.এপিএম টার্মিনালস ও মেডলগ এর সাথে লালদিয়ার চর ও পানগাও টার্মিনাল চুক্তি বাতিল করতে হবে।
৩.বন্দর বিকেন্দ্রীকরণ করতে হবে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সমুদ্র বন্দরের পাশাপাশি প্রচুর নদী বন্দর তৈরির উদ্যোগ নিতে হবে।
পতাকা মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন রাহাত, দফতর সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।