Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮

গ্রেফতার যুবক মোহাম্মদ জীৎ

পাবনা: পাবনার ঈশ্বরদীতে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবক ওই এলাকার লালু মালিথার ছেলে মোহাম্মদ জীৎ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে নামলে মোহাম্মদ জীৎ এর বাসা তল্লাশি চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর