Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:১১

ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঘোষণা অনুযায়ী—ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী,এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ প্রার্থী হিসেবে মনোনীত হন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর