ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে ১২৫ জন দলীয় প্রার্থীর প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পরপরই এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি… আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছে, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি।’
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, এই উন্মুক্তকরণের লক্ষ্য হলো অভিযোগ যাচাই করা। তিনি বলেন, ‘এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং থাকবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি কোনো আসন বিশেষ কারও জন্য ফাঁকা রাখেনি এবং ৩০০ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত দলে ভালো প্রার্থীর জন্য সুযোগ খোলা আছে।’
তিনি আরও বলেন, ‘দলের যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে।’
এ ছাড়াও, তিনি জানান যে প্রাথমিক তালিকায় যারা আসতে পারেননি, তাদের বিষয়েও অবশ্যই বিবেচনা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘এনসিপি সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং পরিবর্তনকামী মানুষদের এবার মনোনয়নে আহ্বান জানিয়েছিল।’
দলীয় সীমার বাইরেও বিভিন্ন পেশার মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই মনোনয়ন তালিকাটা, সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুলো, বিভিন্ন শ্রেণি ও পেশার সবকিছুর সমন্বয় আমরা করব। আমাদের ৩০০ তালিকাতেও আমরা সেই রেশিওগুলো মেনটেন করব।’
এর আগে দলটির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থিতার নাম ঘোষণা করেন।