ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ আসনে তাদের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটর কার্যালয়ে দলীয় মনোনীত এই প্রার্থীদের প্রথম ধাপের তালিকা ঘোষণা করে এনসিপি।
প্রাথমিক তালিকা অনুযায়ী, দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন (হাতিয়া) থেকে নির্বাচনে লড়বেন। আসনে এনসিপির আব্দুল হান্নান মাসউদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।
অন্যদিকে, দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার লড়বেন নরসিংদী-২ (পলাশ) আসন থেকে। এনসিপির সারোয়ার তুষারের পাশাপাশি এই আসনে লড়াইয়ে নামছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসাইন।