Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১০:৩১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ।

খুলনা: মুক্তিযুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায় সম্মুখ যুদ্ধে শহিদ হন এই দুই বীর যোদ্ধা।

দেশ স্বাধীনের মাত্র ৬ দিন আগে খুলনাকে শত্রুমুক্ত করতে রণতরী ‘পলাশ’, ‘পদ্মা’ ও ‘গানবোট পানভেল’ নিয়ে যাত্রাকালে শিপইয়ার্ডের অদূরে বিমানের নিক্ষিপ্ত গোলায় ‘পলাশে’ থাকা এই দুই সূর্যসন্তানসহ অসংখ্য মুক্তিযোদ্ধা শহিদ হন। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ রূপসা নদীর পূর্ব পাড়ে সমাহিত করেন।

বীরদ্বয়ের পূর্ব-রূপসাস্থ সমাধিস্থল।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৯৩৪ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বর্তমানে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাঁচড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আজাহার পাটোয়ারী।

বিজ্ঞাপন

অপরদিকে বীর বিক্রম মোহাম্মদ মহিবুল্লাহ ১৯৪৪ সালের ৩১ আগস্ট চাঁদপুরের শাহেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. সুজাত আলী ও মায়ের নাম রফিকাতুন্নেছা।

প্রতি বছরের ন্যায় এবারও এই দুই শহিদ বীরের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে রূপসা প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে, ১০ ডিসেম্বর সকালে বীরদ্বয়ের পূর্ব-রূপসাস্থ মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৩টায় ‌প্রেসক্লাবে স্মৃতিচারণমূলক আলোচনা ও দোয়া অনুষ্ঠান ও সন্ধ্যায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা থানার নবগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর